‘অরুণ জেটলির সঙ্গে বৈঠকের পর দেশ ছেড়েছি’, ব্রিটেনে বিস্ফোরক মালিয়া
নজরবন্দি ব্যুরোঃ দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে সব মিটমাট করার প্রস্তাব দিয়েছিলাম। লন্ডনের আদালতে বাইরে দাঁড়িয়েএই বিস্ফোরক মন্তব্য করলেন বিজয় মালিয়া।
তিনি স্পষ্ট ভাবে বলেন, "আমি দেশ ছাড়ি কারণ, জেনিভাতে একটি বৈঠকে যোগ দেওয়া কথা ছিল আমার। এটা সত্যি যে দেশ ছাড়ার আগে অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করে সবকিছু মিটমাট করার প্রস্তাব দিয়েছিলাম।"
এর পরে দেশ ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, "এবিষয়ে কেউ আমায় পরামর্শ দেয়নি। পালানোর কোনও প্রয়োজন ছিল না আমার। পুরোটাই সংবাদমাধ্যমের মনগড়া অভিযোগ।"
মালিয়ার এই মন্তব্যের পরেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। কেন্দ্রের প্রতি আক্রমণ শানিয়েছেন আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। মালিয়ার দাবি নস্যাৎ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

No comments