Header Ads

তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য সভাপতি হলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য।


নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের পর তৃণমূল ছাত্র পরিষদের নতুন রাজ্য সভাপতি হলেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। সহ সভাপতি হলেন মণিশঙ্কর মণ্ডল ও রুমানা আখতার।
দলের তরফে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি জয়া দত্তের নাম প্রস্তাব করা হয়েছে তৃণমূল যুব সম্পাদকের পদের জন্য। চলতি বছরে কলেজে ভর্তি পর্বে দুর্নীতির অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে। এই দুর্নীতিতে নাম জড়ায় শাসক দলের ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতার।

 অভিযুক্তরা প্রত্যেকেই তৎকালীন টিএমসিপি নেত্রী জয়া দত্তের ঘনিষ্ঠ ছিলেন। এরপরই পরিস্থিতি কড়া হাতে মোকাবিলার জন্য পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। জয়া দত্তের কাজে অসন্তোষ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.