প্রতিবন্ধী হোমে নির্মম যৌন নির্যাতনে মৃত ৩ কিশোর, বেকায়দায় সরকার।
নজরবন্দি ব্যুরোঃ সরকারি অনুদান প্রাপ্ত হোমে যৌন নির্যাতনের জেরে মৃত্যু হল ৩ কিশোরের৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আবাসিকের মালিক এমপি অবস্থি ও তার সহকারিকে। মধ্যপ্রদেশের ভূপালের ঘটনা।
প্রায় ১০০ জন প্রতিবন্ধী কিশোর কিশোরী থাকে ওই হোমে। আবাসিকদের অভিযোগ, প্রতি রাতে নির্মম যৌন নির্যাতন চালানো হত তাদের ওপর। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এক কিশোরের। বাকি ২ জনের মধ্যে একজনকে দেওয়ালে মাথা ঠুকে হত্যা করা হয়, অন্যজনকে ঠান্ডায় বাইরে রেখে মারা হয়। এই ঘটনায় ২০১৭ সালে রাজ্য সরকারের সামাজিক ন্যায় দপ্তরে যায় আবাসিকের কিশোর কিশোরীরা। কিন্তু কান দেয়নি তারা। অবশেষে পুলিশে এফআইআর করা হয় আবাসিকদের তরফে। হোমের মালিক প্রাক্তন সেনা অফিসার অবস্থি ও তার সহকারি কবিতা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ৩৭৭, ৩৭৬, ৩৫৪, ৫০৬, ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় বেকায়দায় মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সরকারি প্রাথমিক অনুদান প্রাপ্ত হোমে কোনো নজরদারি ছাড়া এই ঘটনা কি করে ঘটে তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।
প্রায় ১০০ জন প্রতিবন্ধী কিশোর কিশোরী থাকে ওই হোমে। আবাসিকদের অভিযোগ, প্রতি রাতে নির্মম যৌন নির্যাতন চালানো হত তাদের ওপর। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে এক কিশোরের। বাকি ২ জনের মধ্যে একজনকে দেওয়ালে মাথা ঠুকে হত্যা করা হয়, অন্যজনকে ঠান্ডায় বাইরে রেখে মারা হয়। এই ঘটনায় ২০১৭ সালে রাজ্য সরকারের সামাজিক ন্যায় দপ্তরে যায় আবাসিকের কিশোর কিশোরীরা। কিন্তু কান দেয়নি তারা। অবশেষে পুলিশে এফআইআর করা হয় আবাসিকদের তরফে। হোমের মালিক প্রাক্তন সেনা অফিসার অবস্থি ও তার সহকারি কবিতা চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ৩৭৭, ৩৭৬, ৩৫৪, ৫০৬, ৩২৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে এই ঘটনায় বেকায়দায় মধ্যপ্রদেশের বিজেপি সরকার। সরকারি প্রাথমিক অনুদান প্রাপ্ত হোমে কোনো নজরদারি ছাড়া এই ঘটনা কি করে ঘটে তা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস।
কোন মন্তব্য নেই