Header Ads

এবার সেতু বিপর্যয়ের দায় চাপানো হচ্ছে ৮ সরকারি কর্মীর উপর!


নজরবন্দি ব্যুরো: মাঝের হাট কাণ্ডে কড়া ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, মাঝেরহাট সেতু বিপর্যয় কাণ্ডে অভিযুক্ত পূর্ত দফতরের পাঁচ ইনঞ্জিনিয়র ও অর্থ দফতরের তিন অফিসার।

আজ মুখ্যমন্ত্রীর কাছে সেতু ভেঙে পড়ার কারণ সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়ে। সেই রিপোর্টেই এই আট জনের নামের উল্লেখ রয়েছে।

অভিযুক্তদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চলেছে বলে খবর। পূর্ত দফতরের পাঁচ অভিযুক্ত ইঞ্জিনিয়র কলকাতা সাউথ, আলিপুর ও নবান্ন ডিভিশনে কর্মরত বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.