আবার রক্তাক্ত নন্দীগ্রাম! গুলিবিদ্ধ তৃণমূল নেতা।
নজরবন্দি ব্যুরো: আবার অশান্ত নন্দীগ্রাম। নন্দীগ্রামের গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে নিয়ে আসা হল কলকাতায়। শনিবার রাতে বাড়ি ফেরার সময় গুলিবিদ্ধ হন শেখ রুকুমুদ্দিন নামে ওই তৃণমূল নেতা।
তাঁকে প্রথমে রেয়াপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়াতে গভীর রাতে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, দুষ্কৃতীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে ভর্তি নন্দীগ্রামের তেরপেখ্যা বয়াল ১ নম্বর অঞ্চলের নেতা শেখ রুকুমুদ্দিন। এলাকা সূত্রে জানা গিয়েছে, তিনি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে দুষ্কৃতীরা গুলি চালায়। দুটি গুলি লাগে ওই তৃণমূল নেতার গায়ে। মাটিতে পড়ে যান ওই নেতা।
স্থানীয় লোকজন তাঁকে হসপিটালে ভর্তি করেন।
