Header Ads

অনুব্রতর পর এবার পুলিশকে বোমা মারার নিদান দিলেন বিজেপি নেতা!



নজরবন্দি ব্যুরো: তৃণমূল নেতা অনুব্রতর পর এবার পুলিশকে বোমা মারার নিদান দিলেন বর্ধমানের বিজেপি নেতা শ্যামল রায়।
ইসলামপুরে গুলিতে মৃত্যুর অভিযোগ করে বর্ধমান শহরের পারবিরহাট এলাকায় বিক্ষোভ সভার ডাক দেয় বিজেপি। সমাবেশে যোগ দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির একাধিক নেতারা। সেখানেই পুলিশ ও তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপির এই যুব-নেতা।

জানা গিয়েছে, তৃণমূল ও পুলিশকে আক্রমণ করে বিজেপির যুব নেতা শ্যামল রায় বলেন, সামনে তৃণমূল কর্মীরা থাক, কিংবা পুলিশ, লাঠি মেরে মাথা ফাটিয়ে দিন ওদের। দরকারে বোমা মারুন। সামনে থেকে এইভাবে লড়াইয়ের পরামর্শ দেন তিনি।


Theme images by lishenjun. Powered by Blogger.