হুগলি নদী জলপথ পরিবহনে আর্থিক দুর্নীতি !
নজরবন্দি
ব্যুরোঃ হুগলি নদী জলপথ পরিবহন সংস্থার অনৈথিক আর্থিক কাজকর্মের জন্য গঠিত হয়েছিল তদন্ত কমিশন ।
সেই তদন্ত কমিশন তদন্ত করতে গিয়ে দেখে এতো চুরি নয় পুকুর চুরি । অডিট রিপোর্ট বলছে প্রতি বছর লঞ্চের জন্য কেনা হয়েছে গড়ে ৪ কোটি টাকার তেল অথচ তার কোনো অডিট হয়নি ,১৫-১৬ অর্থ বর্ষ যেখানে পরিবহন সংস্থার নিট লাভ হয়েছিল তার ঠিক পরের সংস্থাটির ক্ষতি হয়েছে ৩১ লক্ষ টাকা ,এর জন্য দুর্নীতি দায়ী বলে মনে করা হচ্ছে।
