Header Ads

সাইনার চরিত্রে শ্রদ্ধা কাপুর। ছবির ফার্স্ট লুক দেখুন। চমকে যাবেন।


নজরবন্দি ব্যুরোঃ ক্রীড়াজগতের ব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক হলে দর্শকদের উত্তেজনা কয়েক গুণ আরও বেড়ে যায় ব্যাডমিনটন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়ালের বায়োপিক নিয়ে উত্তেজনার অন্ত নেই
সাইনা নেহওয়ালের চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর সাইনা রূপে কেমন লাগবে শ্রদ্ধাকে, তার জন্য অসংখ্য ভক্তরা প্রতীক্ষায় বসেছিল


অবশেষে প্রকাশ্যে এল সাইনার বায়োপিকের ফার্স্ট লুক। এক ঝলক দেখলে আপানারও মনে সাইনা নেহওয়ালকেই চোখের সামনে দেখছেন। শ্রদ্ধা কাপুর ছবির ফার্স্ট লুকের ছবি নিজের ইনস্টাগ্রামে আপলোড করেন। সেই থেকেই প্রশংসায় ভরছে কমেন্ট বক্স। ক্যাপশনে তিনি লিখেছেন, '#SAINA'





Theme images by lishenjun. Powered by Blogger.