Header Ads

‘ইন্ডিয়ান আইডল’-এ অডিশন দিলেন সলমন খান !


নজরবন্দি ব্যুরোঃ এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ‘লভ রাত্রিছবি মুক্তি পাওয়ার আগে ছবির নায়ক-নায়িকা ওয়ারিনা হোসেন আয়ুশ শর্মা হাজির ছিলেন ‘ইন্ডিয়ান আইডল’ রিয়্যালিটি শোয়ে কিন্তু শোয়ের আসল চমক  সলমনই 
সলমন এলেন। অডিশন। তাঁকে প্রশ্নবাণে বিদ্ধ করলেন অনু মালিক। কিন্তু অন্য জাজ নেহা কক্কর রীতিমতো মুগ্ধ হলেন সলমনকে দেখে। শোয়ের সঞ্চালক মনীশ পাল স্বভাবসুলভ মজায় ভরিয়ে তোলেন শো। কিন্তু সবার মন জিতে নিলেন সলমনই। গাইলেনবেবি কো বেস পসন্দ হ্যায় 
 পরে গান শেষে সলমন এসে বসেন অতিথি বিচারকের আসনে। উপভোগ করেন অন্যদের গান 
Theme images by lishenjun. Powered by Blogger.