রাজ্যের পার্শ্বশিক্ষকদের বকেয়া বেতন দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ!
নজরবন্দি ব্যুরো: পার্শ্বশিক্ষকদের বেতন সহ বকেয়া টাকার বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল সর্ব-শিক্ষা মিশন। জানা গিয়েছে সব মিলিয়ে ১৪৪ কোটি টাকা বরাদ্দ করেছে দপ্তর।
তবে ওই বরাদ্দের মধ্যে আগস্ট মাসের বেতনও রয়েছে। পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণা করার দিনই তার কার্যকারিতা দেওয়া হয়েছিল মার্চ মাসে। ফলে প্রত্যেক শিক্ষকেরই বকেয়া টাকা পাওয়ার কথা ছিল।
সেই টাকার বিজ্ঞপ্তি কবে জারি হবে, তা নিয়ে শিক্ষকদের প্রশ্ন ছিল। দিন তিনেক আগে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে এবার সেই বকেয়া টাকা পেয়ে যাবেন পার্শ্বশিক্ষকরা। এমনটাই মনে করেন শিক্ষকদের একটা বড় অংশ।

No comments