Header Ads

ন্যূনতম বেতনের দাবিতে লাল ঝান্ডায় ছয়লাপ রাজধানী!

নজরবন্দি ব্যুরো: মহারাষ্ট্রে সাফল্যের পর এবার খাস রাজধানী দিল্লি। আবারও রাজ পথে বামপন্থী শ্রমিক,মজদুর ও কৃষক সংগঠনগুলি।
আজ বামপন্থী শ্রমকি সংগঠন সিটু, কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক সভা, ও অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কারস ইউনিয়ন এর তরফে একাধিক দাবিতে সংসদ ভবনের ডাক দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বাম সংগঠনগুলির ডাকে হাজার হাজার শ্রমিক,মজদুর ও কৃষক বুধবার সকাল থেকেই রাজধানী দিল্লির দিকে রওনা দিয়েছেন।
CITU, AIKS এবং AIAWU এর তরফে কিছুদিন আগে থেকেই এই র‍্যালির প্রচার চালানো হচ্ছিল জো কদমে। এই সংগঠনগুলির একাধিক দাবির মধ্যে উল্লেখযোগ্য হল, মাসে নূন্যতম ১৮ হাজার টাকা বেতন দিতে হবে, শ্রমিক আইন সঠিকভাবে কার্যকর করা, আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা, আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের স্থায়ী কর্মীর মর্যাদা দেওয়া। কিষাণ-মজদুর সংঘর্ষ র‍্যালির মূল আয়োজক সিপিএমের শাখা সংগঠনগুলি হলেও অন্য বামদলগুলিও এই অভিযানকে সমর্থন করছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.