Header Ads

বেআইনি ভাবে লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ বঙ্গ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে!



নজরবন্দি ব্যুরো: টাকা ছাড়লেই মিলবে এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ! এই টোপ ফেলেই না কি কর্মীদের এবং ব্যবসায়ীদের থেকে লাখ লাখ টাকা হাতিয়েছেন দলের নেতারা।
রাজ্য এবং জেলা স্তরের বিজেপি নেতাদের বিরুদ্ধে উঠল এমনই গুরুতর অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই কাঠগড়ায় বিজেপির মুর্শিদাবাদ  জেলা সভাপতি গৌরীশঙ্কর।
 সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ আছে প্রশাসনের কাছে। তদন্তে নেমে লাল-বাজার জানতে পেরেছে, এই দুর্নীতিতে সামিল রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির একাধিক নেতারা। এলপিজি ডিস্ট্রিবিউশন দুর্নীতির মূলচক্রী হিসেবে নাম উঠে এসেছে রঞ্জিত মজুমদারের নাম।
বিশেষ সূত্রের খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসের ডিসট্রিবিউটরশিপ ঘোষণার পরই না কি রাজ্যের বিজেপি কর্মীদের থেকে টাকা তুলতে শুরু করেন বঙ্গ বিজেপির নেতারে। তৈরি হয় একটি সিক্রেট তালিকাও।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.