Header Ads

চাই বেতন, চাকরির নিশ্চয়তা। অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে MGNREGA কর্মীরা।

নজরবন্দি ব্যুরোঃ দিনের পর দিন সঠিক বেতন, নেই চাকরির সুনিশ্চয়তা। অবশেষে অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে বসলেন WBMGNREGA All Employees Association এর সদস্যরা। দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিয় তারা। সমস্ত কর্মচারীদের চাকরির সুনিশ্চয়তা, ইপিএফ বেতন কাঠামোর উন্নয়ন, অবসর কালীন সুবিধা প্রদান, দুর্ঘটনাজনীত কারণে মৃত্যু হলে আর্থিক সাহায্য, মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে আজ বেলা ১২টা থেকে পঞ্চায়েত এবং রুরাল ডেভলপমেন্ট অফিসের সামনে অনির্দিষ্ট কালের জন্য অনস্থান বিক্ষোভে বসেন WBMGNREGA All Employees Association এর সদস্যরা। তাদের দাবি না মানা হলে এই অবস্থান বিক্ষোভ চলবে বলে জানান তারা। প্রসঙ্গত, এর আগেও অবস্থান বিক্ষোভে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কিন্তু তারপরেও ২১ দিন সময় দেন সরকারকে তাদের দাবিদাওয়া নিয়ে আলোচনার জন্য। গত ২৮ অগাস্ট সেই সময় অতিক্রান্ত হয়েছে। অথচ সরকারের তরফে তাদের সাথে কোনো আলোচনার পথই খোলা রাখা হয়নি। সেই কারণেই অনির্দিষ্ট কালের জন্য অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হলেন তারা, জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.