নিজের জেলায় শিক্ষকতা, শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেই বহুদূরে বদলির কবলে একঝাঁক শিক্ষক!!
নজরবন্দি ব্যুরোঃ শিক্ষক দিবসের দিনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেছিলেন শিক্ষকদের দেওয়া হবে নিজের জেলায় পোস্টিং। এই উদ্যোগ সব থেকে বেশি কার্যকর হওয়ার কথা শিক্ষিকাদের উপর। শিক্ষিকাদের পর ধাপে ধাপে শিক্ষকদের জন্যেও নেওয়া হবে একই ব্যাবস্থা। কিন্তু শিক্ষামন্ত্রী এই ঘোষণা করার মাত্র ৩ দিন পরেই বাড়ি থেকে অনেক দূরে বদলির তালিকায় পড়ে গেলেন শিক্ষকরা।
একসাথে ৭০ জন পলিটেকনিক শিক্ষক কে বদলি করে দেওয়া হল রাজ্যের বিভিন্ন প্রান্তে! শুধু তাই নয় শিক্ষকতার মেয়াদ রয়েছে আর মাত্র ৩ বছর এমন শিক্ষককেও বদলি করে দেওয়া হয়েছে বহুদুরে। উদাহরণস্বরূপ বলা যায় বেহালার এক বাসিন্দা, পেশায় শিক্ষক এই বদলির কবলে পড়ে বদলি হচ্ছেন কোচবিহারের তুফানগঞ্জে!!
শিক্ষামন্ত্রীকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছেন শিক্ষকরা। রাজ্যের সরকারি কর্মচারি ফেডারেশন শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানিয়ে সুরাহা চেয়েছেন বলে খবর!

No comments