অনেক বিতর্কের পর সরকারি শিক্ষক-চিকিৎসকদের পদোন্নতির তালিকা প্রকাশ করল সরকার!
নজরবন্দি ব্যুরো: অনেক বিতর্কের পর রাজ্যের সরকারি শিক্ষক-চিকিৎসকদের দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতির তালিকা প্রকাশ করল সরকার।
চিকিৎসক-নিগ্রহ, বায়োমেট্রিক হাজিরা নিয়ে কড়াকড়ি, ডিএ না পাওয়া, কেন্দ্রীয় সরকারি চিকিৎসকদের বেতন-ক্রমের সঙ্গে বড় ফারাক সহ একাধিক বিষয় নিয়ে রাজ্যের সরকারি চিকিৎসক সমাজের একাংশের অন্দরে ক্ষোভ দানা বাঁধছিল। ক্ষোভ আরও বাড়ছিল দীর্ঘ প্রতীক্ষিত পদোন্নতির তালিকা প্রকাশিত না করার জন্য।
নতুন দায়িত্বভার হাতে পেয়ে অন্যান্য বিষয়ের সঙ্গে বিভাগের অভ্যন্তরের এই ক্ষোভ প্রশমিত করার জন্য উদ্যোগী হন স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ প্রদীপ মিত্র।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় তিন স্তরের সরকারি শিক্ষক চিকিৎসকদেরই পদোন্নতির তালিকা প্রকাশ করেছে সরকার। সব মিলিয়ে প্রায় ৪০০ চিকিৎসকের পদোন্নতির তালিকা প্রকাশিত হয়েছে। সামনে লোকসভা ভোট। তার আগে সরকারি চিকিৎসকদের মুখে হাসি ফোটাতে এই তালিকা প্রকাশ বলে মনে করছে অনেকে।

No comments