Header Ads

বন্ধের দিন যেকোন মূল্যে আসতেই হবে অফিস! নাহলে কড়া শাস্তি; ঘোষণা রাজ্যের

নজরবন্দি ব্যুরোঃ আগামী ১০ই সেপ্টেম্বর অর্থাৎ পরশু পেট্রোপন্যের মূল্য বৃদ্ধি সহ কেন্দ্রের জনবিরোধী নিতীর বিরুদ্ধে ডাকা বাম কংগ্রেসের বন্ধের বিরোধিতা করছে তৃণমূল। আর তাই প্রত্যাশা মতই রাজ্যের অর্থ দফতর ফরমান জারি করল রাজ্যের সরকারি কর্মচারিদের উপর। 

বন্ধের দিন যেকোন মূল্যে নিজের নিজের দফতরে আসতেই হবে রাজ্যের কর্মচারিদের না হলে শোকজ পর্যন্ত হতে পারে বলে বিজ্ঞপ্তি দিয়েছে রাজ্যের অর্থ দফতর। বিজ্ঞপ্তি অনুযায়ী ঐ নির্দিষ্ট দিনে নিজের নিজের দফতরে না এলে কাটা যাবে একদিনের বেতন এবং ছেদ পড়তে পারে একদিনের কর্মজীবনে। এমনকি ক্যাজুয়েল লিভও নেওয়া যাবে না।
কিছু বিষয়ের ওপর এই নিয়ম লাগু হচ্ছে না।
সেগুলি হল
১) ৭ তারিখের আগে থেকে কেউ যদি অসুস্থ হয়ে থাকেন ও হাসপাতালে ভরতি হয়ে থাকেন তবে পর্যাপ্ত প্রমাণ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
২) পরিবারের যদি কেউ মারা যায়।
৩) মাতৃত্বকালীন ছুটি থাকলে।
৪) ৭ তারিখের আগে যদি ছুটি নেওয়া থাকে।
৪) ১০ তারিখ যদি কেউ হাসপাতালে ভর্তি হন।

সব তথ্য ভেরিফাই করা হবে ১৭ তারিখ, তারপর ব্যাবস্থা নেবে সরকার! 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.