Header Ads

এবার শহরেরে আকাশে উড়বে এয়ার ট্যাক্সি! ঘোষণা করলো উবের। কবে থেকে জানেন?


নজরবন্দি ব্যুরোঃ মাত্র ৫ মিনিটে আপনি পৌঁছে যাবেন শহরের এ প্রান্ত থেকে ওপ্রান্ত।আপাতত স্বপ্ন মনে হলে আগামী কয়েক বছরের মধ্যেই তা বাস্তবের রূপ পাবে UberAir নামে নতুন এয়ার ট্যাক্সি লঞ্চের পরিকল্পনা করছে Uber
জাপান, ফ্রান্স, ব্রাজিল, অস্ট্রেলিয়া ভারতে এয়ার ট্যাক্সি লঞ্চ করবে Uberইতিমধ্যেই এই প্রোগ্রাম ঘোষনা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডালাস লস অ্যাঞ্জেলস শহরে ২০২০ সালে পরীক্ষামূলকভাবে এই উড়ান শুরু হবে। তবে ২০২৩ সালের আগে বাণিজ্যিকভাবে এয়ারট্যাক্সি শুরু হবে না। সম্প্রতি টকিওতে এক ইভেন্টে Uber জানিয়েছে গাড়ি ছাড়াও যাতায়াতের অন্য মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করছে কোম্পানি

Uber উড়ান প্রকল্পের প্রধান এরিক অ্যালিসন জানিয়েছেন, এবার স্মার্টফোনের মাধ্যমে নিজের উড়ান ডেকে নিতে পারবেন। আপাতত পাঁচটি দেশে এই পরিষেবা শুরুর পরিকল্পনা করা হয়েছে। এই দেশগুলিতে UberAir নতুন প্রযুক্তি ব্যবহার করে যাতায়াতে বিপ্লব আনবে। আপাতত দিল্লি, টোকিও, মুম্বাই, সিওল, সিডনি তাইপেই শহরে UberAir পরিষেবা শুরুর পরিকল্পনা রয়েছে। Uber জানিয়েছে দিল্লিতে UberAir ব্যবহার করলে গ্রাহকরা প্রতিদিন দুই ঘন্টার বেশি সময় বাঁচাতে পারবেন

কোম্পানির উড়ান প্রোডাক্টের প্রধান নিখিল গোয়েল বলেন, দিল্লির আইন প্রনেতাদের সাথে কথা বলে দিল্লিতে এই পরিষেবা শুরুর বিষয়ে আশাবাদী Uber

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.