লোকসভার আগে শরিকি অস্বস্তিতে বিজেপি! পাকিস্তানকে জবাব দিতে হবে গুলিতে।
নজরবন্দি ব্যুরো: মোদী সরকারের পাকিস্তান নীতি নিয়ে আবার প্রশ্ন তুলল শিব সেনা। ‘ শুধু বুলি নয়, পাকিস্তানকে গুলির ভাষাতেই জবাব দিতে হবে।’, এমনটাই মন্তব্য শিব সেনা নেতা সঞ্জয় রাউতের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ভাবে কড়া ভাষায় শরিক দলের সমালোচনা করেন তিনি।
শরিক দল হলেও সেনার সঙ্গে পদ্ম শিবিরের সম্পর্ক খুব একটা ভাল নয়। প্রায়ই প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন এই দলটির একাধিক নেতারা। ফের নির্বাচনের আগে রাউতের বয়ানে অস্বস্তিতে বিজেপি। মোদীর পাকিস্তান নীতি নিয়ে প্রশ্ন তুলে রাউত বলেন, “নির্বাচনের আগে পাক অধিকৃত কাশ্মীর দখল করার কথা বলেছিলেন মোদী।
সেই প্রতিশ্রুতি কোথায়! ভারতের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন পাক সেনাপ্রধান। এই বিষয়ে জবাব দিতে হবে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে।” ক্ষোভ উগরে তিনি আরও বলেন, “নির্বাচনের আগে মোদীর প্রতিশ্রুতিকে আমরাও সমর্থন দিয়েছিলাম, এখন সেই হুঙ্কার কোথায় ? পাকিস্তানের সঙ্গে বুলি নয়, গুলি ব্যবহার করা উচিত।”

No comments