বিজেপির-র বিরুদ্ধে তৃণমূলের লড়াই করতে একটু অসুবিধা আছে: আবদুল মান্নান
নজরবন্দি ব্যুরো: বিজেপির-র বিরুদ্ধে তৃণমূলের লড়াই করতে একটু অসুবিধা আছে। ভারত বন্ধ প্রসঙ্গে তৃণমূলকে এই ভাবে আক্রমণ করে গতকাল একথা বলেন কংগ্রেসের পরিষদীয় দলনেতা আবদুল মান্নান।
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে বামেদের ডাকা বন্ধে সামিল হবে কংগ্রেস। ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই বন্ধের ডাক দেওয়া হয়েছে। মোদী সরকারের "জন-বিরোধী নীতি"-র প্রতিবাদে ডাকা এই বন্ধ সফল করতে বিজেপি বিরোধী প্রায় সব রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয়েছে। এর পাশাপাশি সাধারণ মানুষকেও এই বন্ধ সফল করতে আহ্বান জানানো হয়েছে।

No comments