অভিষেককে কটাক্ষ মিশ্রের!
নজরবন্দি ব্যুরো: আমডাঙা নিয়ে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বলে কটাক্ষ করলেন সিপিআই(এম)-র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
বৃহস্পতিবার আমডাঙার সভায় সিপিআই(এম)-কে তীব্র ভাষায় আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আমডাঙায় সন্ত্রাসের মূল কারিগরকে সিপিআই(এম) এখনও লুকিয়ে রেখেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সাংবাদিক বৈঠক করেন মিশ্র। তিনি বলেন, "ওদের যুবরাজ টুবরাজ বলে কে আছেন। সে মিটিং করে কিছু বলেছেন। ছেলেপিলেদের নিয়ে আমি খুব একটা কথা বলি না।"
সূর্যকান্ত-বাবু আরও বলেন, "আমডাঙায় বোমা মারতে গিয়ে দুষ্কৃতীরা আহত হয়েছে। রাজ্য সরকার, পুলিশ-প্রশাসন যাই করুক না কেন, ওখানে ওরা মানুষের সমর্থন পাবে না।

No comments