কি হবে সুভাষ ভৌমিকের? ক্লাব-স্পন্সর দুই মেরুতে।
নজরবন্দি
ব্যুরোঃ টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ নিয়ে ইস্টবেঙ্গলের অন্দরে জল্পনা এখন অব্যাহত। নতুন
স্প্যানিশ
কোচ
আলেয়ান্দ্রো
মেনেন্দেস
গার্সিয়া
ইতিমধ্যে
এসে
গেছেন। নিয়মিত প্র্যাকটিসে আসছেন, কিন্তু মাঠে নামেননি।
কলকাতা
লিগের
পরে
তিনি
আই
লিগের
প্রস্তুতি
হিসেবে
কাজ
শুরু
করবেন। এই অবস্থায় সুভাষ ভৌমিককে কী ভাবে কাজে লাগানো হবে তা নিয়ে লাল হলুদ কর্তারা ধন্দে। কারণ
বিনিয়োগকারী
সংস্থা
কোয়েস
ইতিমধ্যেই
জানিয়েছে
সুভাষ
ভৌমিক
যেহেতু
আদালতের
রায়ে
দোষী
সাব্যস্ত
তাই
তাঁকে
সিনিয়র
দলের
সঙ্গে
যুক্ত
রাখলে
ব্র্যান্ডিং
ধাক্কা
খাবে। যা তারা কোনও অবস্থাতেই হতে দিতে পারেন না।
এদিকে
সুভাষ
ভৌমিক
বলেছেন
তিনি
নতুন
বিদেশি
কোচের
অধীনে
কাজ
করতে
রাজি
আছেন। প্রয়োজনে সহকারি বা বল বইতে হলেও আপত্তি নেই তাঁর। কিন্তু
তাঁর
এই
আর্জিতে
গলছে
না
লাল
হলুদ
শিবির।ইস্টবেঙ্গল
ক্লাব
কর্তারাও
সুভাষ
ভৌমিককে
ছাড়তে
রাজি
নন। সিনিয়র দলে জায়গা দেওয়া সম্ভব না হলে বিকল্প পরিকল্পনা করা আছে। সেই
ভাবনা
থেকেই
ইস্টবেঙ্গলে
B টিম
তৈরি
করার
প্রক্রিয়া
শুরু
হয়েছে। জুনিয়র দল থেকে নেওয়া ফুটবলার ও বিদেশিদের নিয়ে B টিম তৈরি হবে। তাই
বলাই
যায়
কলকাতা
লিগ
শেষ
হলে
সুভাষ
ভৌমিকের
সঙ্গে
ইস্টবেঙ্গলের
সিনিয়র
দলের
সম্পর্ক
শেষ। কিন্তু ক্লাবে তাঁর উপস্থিতি রাখতে বদ্ধপরিকর ক্লাব।
Loading...

No comments