পিছিয়ে গেল মণিকর্ণিকা মুক্তির দিন।
নজরবন্দি
ব্যুরোঃ মণিকর্ণিকা- দা কুইন অফ ঝাঁসি। শুটিং শুরুর পর থেকে কোনও না কোনও বাধা এসে যাচ্ছে ছবির মুক্তিতে। ২০১৭ সালে শুটিং শুরু হয়েছিল ছবির।
দু'বছরের বেশি সময় ধরে টালবাহানার পর ২০১৯ সালের ২৫ জানুয়ারি ছবির মুক্তির তারিখ ঠিক হয়েছিল। কিন্তু, এবার সেই তারিখে ছবি মুক্তি না-ও পেতে পারে বলে আশঙ্কা করছে প্রযোজকরা। সম্প্রতি
এক
সর্বভারতীয়
সংবাদমাধ্যমে
ছবির
প্রযোজক
বলেন,
"একটি
গানের
দৃশ্য
ফের
শুট
হওয়ার
কথা।
সেটা
দশদিনের
জন্য।
তবে
ছবিতে
এখন
অনেক
পরিবর্তন
হয়েছে।
বাজেটও
বেড়েছে
অনেকটা।
সেই
টাকা
ফেরত
পাওয়া
কঠিন।
কিন্তু,
কঙ্গনা
বলেছে
ও
করে
দেখাবে।"
তবে
সময়
খুব
কম।
তাই
ছবি
পিছিয়ে
যেতে
পারে
বলে
দাবি
করছে
অনেকে।

No comments