এশিয়া কাপের সব ম্যাচকে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা আইসিসি
নজরবন্দি
ব্যুরোঃ এশিয়া কাপের সব ম্যাচকেই একদিনের আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)।
ওডিআই স্ট্যাটাস পাওয়া নেপালকে হারিয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ। কোনও দেশের ওয়ানডে মর্যাদা না থাকলে তাদের অংশ নেওয়া কোনও ম্যাচকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গণ্য করা হয় না।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে হংকংয়ের ম্যাচ দুটিকে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা দেবার জন্য আইসিসির কাছে অনুরোধ জানায়। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাতে সম্মতি জানিয়েছে।

Your writing has been very beautiful :
ReplyDeleteI hope this is one of the greatest fixture of this world cup.
Thank you for your excellent fixture and hard work.