ম্যানেজমেন্টের নীতির বিরুদ্ধে কোল ইন্ডিয়ার গেটে মিটিং করল BMS #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ গোটা দেশ জুড়ে আজ বনধের হাওয়া। পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে এই ভারত বনধ। এই বনধের দিনেই রাজারহাট কোল ইন্ডিয়া মেইন গেটের সামনে এক বিশাল গেট মিটিং এর আয়োজন করেছে ভারতীয় মজদুর সংঘ।
কোল ইন্ডিয়া কর্মচারিদের স্বার্থরক্ষার জন্য একাধিক দাবিতে এই মিটিং ডাকা হয়েছে। দুপুর ১টা থেকে শুরু হয় বৈঠক। ভারতীয় মজদুর সংঘ কেন্দ্রে বিজেপিকে সমর্থন করে। এর সাথে সরাসরি যোগ রয়েছে আরএসএস-এর। কিন্তু কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট কর্মচারিদের স্বার্থের পরিপন্থী কাজ করায় কেন্দ্র বিরোধিতায় সরব বিএমএস। আজকের মিটিং এ রয়েছে পুলিশের কড়া পাহাড়া। থাকবেন আইবি-র একাধিক ব্যক্তি।

No comments