Header Ads

বিমান-দীনেশকে সমালোচনা মানবে না দল, বুঝিয়ে দিলেন সুজন!




নজরবন্দি ব্যুরো: তৃণমূল ভবনে ছাত্রনেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ  মিটিংয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিমান বসু এবং দীনেশ মজুমদার কতদিন ছাত্রনেতা ছিলেন তা আমাদের জানা আছে।”
এর উত্তরে সিপিআই(এম) এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন,  “কোন যুক্তি না থাকলে, উত্তর না থাকলে লোকে আলতু-ফালতু বকে। যুক্তি না পেয়ে দীনেশ মজুমদারকে টেনে এনেছে ওরা। দীনেশ মজুমদার প্রয়াত হয়েছেন ১৯৮৭ সালে, সেটাও জানে না।”

পাশাপাশি সুজনবাবু আরও বলেন, “বিমান বসু একজন কমিউনিস্ট সন্ন্যাসী। তাঁকে নিয়ে বলার যোগ্যতা তৈরি করতে হয়।”
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.