আবার রাম মন্দিররের জিগির তুললেন যোগীর মন্ত্রী!
নজরবন্দি ব্যুরোঃ ফের রাম
মন্দির তৈরি নিয়ে বিতর্কিত মন্তব্য উত্তরপ্রদেশের বিজেপি নেতার। এবার সরাসরি
সুপ্রিম কোর্টকে জড়িয়ে। যোগী আদিত্যনাথ মন্ত্রিসভার সমবায় মন্ত্রী মুকুট বিহারী
বর্মা বলেন, অযোধ্যায় রাম মন্দির হবেই।
কারণ সুপ্রিম কোর্ট
আমাদের। মন্ত্রীর এই মন্তব্যের পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীদের তোপ তো
রয়েছেই, সঙ্গে মুকুট বিহারী আদালত অবমাননার দায়ে পড়তে
পারেন বলে মনে করছেন আইনজ্ঞদের একটা বড় অংশ। গত শনিবার উত্তরপ্রদেশের
বাহরাইচ জেলায় একটি সাংবাদিক বৈঠকে মন্ত্রী মুকুট বিহারি বর্মা বলেন, ‘‘অযোধ্যায়
রাম মন্দির তৈরি করা আমাদের শপথ।
সুপ্রিম কোর্ট আমাদের। আইন ব্যবস্থা, এই দেশ এবং
রাম মন্দিরও আমাদের।’’ সাংবাদিকদের তিনি আরও বলেন, উন্নয়নের
প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল ঠিকই, কিন্তু একই
সঙ্গে অযোধ্যায় রাম মন্দির তৈরি করতেও বদ্ধপরিকর তাঁদের দল।

No comments