বনধ পালন হবেই এই রাজ্যে: সেলিম
নজরবন্দি ব্যুরো: বাংলায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিংহের মতো গর্জন করেন। দিল্লি গেলেই ভিজে বিড়ালের মতো মিউমিউ করেন। গতকাল খড়গপুরের প্রেমবাজারে DYFI -এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই তৃণমূল সুপ্রিমোকে সমালোচনার বাণে বিদ্ধ করলেন সাংসদ মহম্মদ সেলিম।
সেলিম বলেন, "তৃণমূল এই রাজ্যে বড় বড় কথা বলে। কিন্তু, আর এস এস বা বিজেপি, মোদী, অমিত শাহর বিরুদ্ধে একটাও পদক্ষেপ নিতে পারে না। জোর গলায় পার্লামেন্টেই বলে না। আর এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সিংহের মতো হুঙ্কার ছাড়েন। আর দিল্লি গিয়ে ভিজে বিড়াল হয়ে যান। কারণ, ওরা ওখানে সি বি আই-এর ভয় দেখায়। আর যারা দুর্নীতিতে নিমজ্জিত, তাদের তো নীতির প্রশ্নে দাঁড়িয়ে লড়ার নৈতিকতা নেই।
এর পরেই সোমবারের বনধ নিয়ে সেলিম বলেন, বনধ পালন হবেই এই রাজ্যে। দিদির তো ভালো। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি হলে দিদির তো লাভ। আমরা এটা বলেছি, যার চাকরি দেওয়ার মুরোদ নেই, তার চাকরি নেওয়ারও মুরোদ নেই। আর এজন্যই মানুষ বনধে সামিল হবেন। যারা খুনের রাজনীতি করছে, তারাই আবার বলছে, খুন হয়ে যাবে! বনধও আটকাচ্ছে। আর এজন্যই মানুষ বনধে সামিল হবেন।
Loading...

No comments