তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে মানিব্যাগ চুরির অভিযোগ করলেন বিধায়ক!
নজরবন্দি ব্যুরো: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই বিধায়কের পকেট থেকে মানিব্যাগ চুরি। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের শাসকদলের বিধায়ক এফআইআর দায়ের করেছেন বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি।
২৮শে অগাস্ট ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তৃণমূলের তরফে অন্যতম বড় সমাবেশ করা হয়েছিল ওই দিন মেয়ো রোডে গান্ধীর মূর্তির পাদদেশে। সেখানে হাজির ছিলেন তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতারা। বলা যেতে পারে হাজির ছিলেন তৃণমূলের বিধায়কদের একটা বড় অংশ। সভা মঞ্চে থাকার সুযোগ হয়েছিল জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর। আরএসপির প্রাক্তন এই জনপ্রতিনিধি রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন নিগমের বর্তমান চেয়ারম্যান।
সূত্রের খবর অনুযায়ী এফআইআর-এ তাঁর অভিযোগ, মঞ্চ থেকেই খোয়া গিয়েছে মানিব্যাগ। ওই দিন সভার বর্ণনা নিজেই দিয়েছেন অনন্তদেব অধিকারী। তিনি জানিয়েছেন, ভাষণ শেষে মঞ্চ থেকে নেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি-সহ অন্য দু-একজন নামার চেষ্টা করেও প্রথমে নামতে পারেননি হুড়োহুড়ির জন্য। এরই মধ্যে মঞ্চের ওপরেই তিনি পড়ে যান। দীর্ঘক্ষণ মঞ্চে হালকা ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ করেন তিনি। এর পরে তিনি জামার পকেটে হাত দিয়ে দেখেন, তার মানিব্যাগটি নেই। টাকা এটিএম কার্ড-সহ জরুরি কাগজপত্র মানিব্যাগে ছিল বলে দাবি। এর ফলে ফেরার সময় তিনি সমস্যায় পড়েন। দলীয় অনুষ্ঠানের মঞ্চে শাসকদলের বিধায়কের পকেট থেকে মানিব্যাগ চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই বিরোধীদের কটাক্ষ সহ্য করতে হচ্ছে তাঁকে।
No comments