Header Ads

শিক্ষকদের বেতন বাড়ল প্রায় ৪০% এর কাছাকাছি! প্রাথমিকে HS স্কেল কবে?

নজরবন্দি ব্যুরো: কিছুটা স্বস্তির হাওয়া লাগল উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের গায়ে। অনেক বিতর্কের পর অবশেষে উচ্চ মাধ্যমিক স্তরে চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বাড়ল।
গত বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে অর্ডার জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।  ৪০ শতাংশ বেতন বাড়ার ফলে বর্তমান বেতন দাঁড়িয়েছে  ১২,৫০০ টাকা।
বঙ্গীয় এইচএস কন্ট্রাকচুয়াল টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বহুদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। তাদের এই দাবি জানানোর ফলে এই ইতিবাচক সিদ্ধান্ত। সংগঠনের সভাপতি পঞ্জন বন্দ্যোপাধ্যায় এর জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

অন্যদিকে রাজ্যের প্রাথমিক শিক্ষকরা ক্রমাগত যোগ্যতা অনুযায়ী বেতনের দাবিতে সুর চড়াচ্ছেন। কিছুদিন আগে uuptwa-র ব্যানারে কলকাতার রানী রাসমনি রোডে রিতিমত বড়সড় সমাবেশ করেন তাঁরা। সূত্রের খবর এখনি পিআরটি স্কেল নিয়ে ভাবছে না সরকার। তবে পুজোর আগে কিছু ঘোষণা হতে পারে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্যে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.