মরসুমের প্রথম "কলকাতা ডার্বি "
রানা মিত্রঃ আর মাত্র কয়েক ঘন্টা,তারপরই শুরু হতে চলেছে এ মরসুমের প্রথম "কলকাতা ডার্বি " , মাঠে নেমে পড়বে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল আর মোহনবাগান l আজ বাঙালির দু ভাগ হয়ে যাওয়া এই ম্যাচ কলকাতা লিগের খেতাব জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দ্ধারণ করবে l
ইস্টবেঙ্গল যেমন পরপর নয় বার লিগ জেতার দিকে এগিয়ে যাবে এই লড়াইয়ে জিতলে,তেমনি সবুজমেরুন দল ও জয়ী হলে দেখতে পাবে আট বছর পর ঘরোয়া লিগ জেতার হাতছানি l অনিশ্চয়তার এই ম্যাচ নিয়ে দু দলের সমর্থকরাই উত্তেজনায় ফুটছেন,ম্যাচের দুদিন আগে থেকেই শহর জুড়ে টিকিটের হাহাকার দেখা দিয়েছে,এই উত্তেজনার আঁচ যে আজ যুবভারতীর গ্যালারি থেকে গোটা বাংলায় ছড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য l
দুদলই এবার লিগে গোলের বন্যা ছুটিয়ে সাত ম্যাচে উনিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে,তাই আজকের বড় ম্যাচ যারা জিতবে তারা লিগ জয়ের অনেক কাছে পৌঁছে যাবে l এই উত্তেজনার আরও বড় কারণ সদ্য রাশিয়া বিশ্বকাপ খেলে আসা কোস্টারিকার ডিফেন্ডার জনি আকোস্টার আজ লালহলুদ জার্সি গায়ে মাঠে নেমে পড়া,অন্যদিক মোহনবাগানেরও আশা সাত গোল করে শীর্ষে থাকা আসার পিরেক ডিপন্ডা কে নিয়ে,তাই বলাই যায় আজকের লড়াই মূলত মোহনবাগানের অ্যাটাকের সঙ্গে ইস্টবেঙ্গল ডিফেন্সের l
বড় ম্যাচ মানেই আবেগের লড়াই,তাই শতবর্ষ ছুঁতে যাওয়া এই ডার্বি তে ভবিষ্যৎবাণী একেবারেই চলেনা,ইতিহাস বলছে এই ম্যাচে ফেবারিট হয়না; পিছিয়ে থাকা দলও বাজি মেরে চলে যাওয়ার উদাহরণ রয়েছে l তাই ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিক বা শঙ্করলাল চক্রবর্তী আল আমনা-জবি জাস্টিন-সামাদ কিম্বা হেনরি-শিলটন পালদের কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে আছে আজকের ম্যাচের ভাগ্য,উত্তরের অপেক্ষায় বাঙালি l
ইস্টবেঙ্গল যেমন পরপর নয় বার লিগ জেতার দিকে এগিয়ে যাবে এই লড়াইয়ে জিতলে,তেমনি সবুজমেরুন দল ও জয়ী হলে দেখতে পাবে আট বছর পর ঘরোয়া লিগ জেতার হাতছানি l অনিশ্চয়তার এই ম্যাচ নিয়ে দু দলের সমর্থকরাই উত্তেজনায় ফুটছেন,ম্যাচের দুদিন আগে থেকেই শহর জুড়ে টিকিটের হাহাকার দেখা দিয়েছে,এই উত্তেজনার আঁচ যে আজ যুবভারতীর গ্যালারি থেকে গোটা বাংলায় ছড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য l
দুদলই এবার লিগে গোলের বন্যা ছুটিয়ে সাত ম্যাচে উনিশ পয়েন্টে দাঁড়িয়ে আছে,তাই আজকের বড় ম্যাচ যারা জিতবে তারা লিগ জয়ের অনেক কাছে পৌঁছে যাবে l এই উত্তেজনার আরও বড় কারণ সদ্য রাশিয়া বিশ্বকাপ খেলে আসা কোস্টারিকার ডিফেন্ডার জনি আকোস্টার আজ লালহলুদ জার্সি গায়ে মাঠে নেমে পড়া,অন্যদিক মোহনবাগানেরও আশা সাত গোল করে শীর্ষে থাকা আসার পিরেক ডিপন্ডা কে নিয়ে,তাই বলাই যায় আজকের লড়াই মূলত মোহনবাগানের অ্যাটাকের সঙ্গে ইস্টবেঙ্গল ডিফেন্সের l
বড় ম্যাচ মানেই আবেগের লড়াই,তাই শতবর্ষ ছুঁতে যাওয়া এই ডার্বি তে ভবিষ্যৎবাণী একেবারেই চলেনা,ইতিহাস বলছে এই ম্যাচে ফেবারিট হয়না; পিছিয়ে থাকা দলও বাজি মেরে চলে যাওয়ার উদাহরণ রয়েছে l তাই ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিক বা শঙ্করলাল চক্রবর্তী আল আমনা-জবি জাস্টিন-সামাদ কিম্বা হেনরি-শিলটন পালদের কিভাবে ব্যবহার করবেন তার উপর নির্ভর করে আছে আজকের ম্যাচের ভাগ্য,উত্তরের অপেক্ষায় বাঙালি l
Loading...
No comments