উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান।
নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকাল থেকেই উত্তপ্ত জম্মু-কাশ্মীর। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে বান্দিপোড়ায় শহিদ এক জওয়ান। মৃত জওয়ানের নাম শিব কুমার।
ঘটনার পর থেকে আত্মগোপন করে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে সেনা। অনুমান করা হচ্ছে সোপিয়ানের লাড্ডি এলাকায় ঘাপটি মেরে থাকতে পারে জঙ্গিরা। ফলে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে চিরুনি তল্লাশি। এখনও জারি রয়েছে সার্চ অপারেশন ও গুলির লড়াই।
No comments