সিপিআই(এম) এর প্রাক্তন বিধায়ক এবার বিজেপিতে!
নজরবন্দি ব্যুরো: সিপিআই(এম) এর ভাঙন চলছে। এই ভাঙন যে কবে থামবে তা জানেনা এই রাজ্যের বাম নেতৃত্ব। সিপিআই(এম) এর প্রাক্তন বিধায়ক বিশ্বজিত দত্ত এবার যোগ দিলেন গেরুয়া শিবিরে। সিপিআই(এম) এর ওপর দুর্নীতি এবং অপরাধমূলক কাজকর্মের অভিযোগ তুলে শিবির বদলালেন এই বিধায়ক।
এক সংবাদ সূত্র থেকে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যেতে খোয়াই জেলাতে সিপিআই(এম) এর প্রাক্তন বিধায়ক বিশ্বজিত দত্ত বিজেপিতে যোগ দেন। ১৯৬৪ সাল থেকে সিপিআই(এম) এর সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
এক নামি ইংরাজি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁর অভিযোগ, তিনি দলের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। আর এই কারণে তিনি দল ছাড়ছেন।
No comments