Header Ads

ডাক ঘরের মাধ্যমে এবার শুরু হল নয়া পরিষেবা। উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ।

নজরবন্দি ব্যুরোঃ  ডাক পরিষেবায় এবার সংযুক্ত হল নয়া পরিষেবা। এর ফলে এখন থেকে ডাক ঘরের মাধ্যমে নানা ধরনের অর্থ লেনদেনের পরিষেবা পাওয়া যাবে। যার মধ্যে পড়ছে সেভিংস ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, মানি ট্রান্সফার, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, বিল ও ইউটিলিটি পেমেন্ট। এমনকী মিলবে এন্টারপ্রাইজ ও মার্চেন্ট পেমেন্টস।

এইসব পরিষেবা এখন থেকে ভারতীয় ডাক ব্যবস্থা থেকেই দেওয়া হবে তা শনিবার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরজন্য এদিন দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক বা আইপিপিবি-র উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী জানান, 'ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্য়াঙ্ক বা আইপিপিবি-র মাধ্যমে আমরা দেশের প্রতিটি কোণায় পৌঁছব। প্রতিটি মানুষ ঘরে বসেই ব্যাঙ্ক ও ব্য়াঙ্কিং পরিষেবা পাবেন।'

আইপিপিবি-তে কেন্দ্রীয় সরকারের অংশিদারিত্ব থাকছে ১০০ শতাংশ। ডাক পরিষেবার বিশাল নেটওয়ার্ক-কে পরিচালনা করতে অর্থ জোগানে হিমশিম অবস্থা হচ্ছে। তাই এই বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আর্থিক লেনদেন করে এটাকে লাভজনক সংস্থায় রূপান্তরের চেষ্টা করছে সরকার। এই মুহূর্তে দেশজুড়ে অন্তত ৩ লক্ষ পোস্টম্যান ও গ্রামীণ ডাক সেবক রয়েছেন। আইপিপিবি-র প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে ৬৫০টি শাখা-তে এই পরিষেবা চালু করা হয়েছে। এছাড়াও ৩২৫০টি অ্যাকসেস পয়েন্টেও গড়ে তোলা হয়েছে। 
Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.