শীর্ষ আদালতের রায়ে স্যারিডন নিয়ে মাথা ব্যাথা বাড়ল সরকারের।
নজরবন্দি ব্যুরোঃ স্যারিডন সহ ৩২৮টি ওষুধে ব্যান করার কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু তারপরেও স্যারিডন সহ ব্যান হওয়া আরও দুটি ওষুধ বাজারে বিক্রি করার অনুমতি দিল শীর্ষ আদালত। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন জনৈক ব্যক্তি।
কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা। এই বহুল প্রচলিত ওষুধগুলি সাধারণের শরীরে কোনও খারাপ প্রভাব ফেলে না বলে দাবি করেছিলেন তাঁরা। সেই মামলার প্রেক্ষিতেই সাময়িক ভাবে স্যারিডন সহ নিষিদ্ধ আরও দু'টি ওষুধ বিক্রি করা যাবে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

No comments