Header Ads

শীর্ষ আদালতের রায়ে স্যারিডন নিয়ে মাথা ব্যাথা বাড়ল সরকারের।


নজরবন্দি ব্যুরোঃ স্যারিডন সহ ৩২৮টি ওষুধে ব্যান করার কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু তারপরেও স্যারিডন সহ ব্যান হওয়া আরও দুটি ওষুধ বাজারে বিক্রি করার অনুমতি দিল শীর্ষ আদালত কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন জনৈক ব্যক্তি
সেই মামলাতেই এই রায় দিয়েছে শীর্ষ আদালত ব্যাথা কমানোর ওষুধ স্যারিডন এবং স্কিন ক্রিম প্যানডার্মও ছিল এই নিষিদ্ধ ওষুধগুলির মধ্যে ১৯৮৮ সালের আগের কম্বিনেশনে তৈরি ওষুধ গুলির ব্যবহার বন্ধ করার জন্য অনেকদিন আগে থেকেই দাবি উঠেছিল কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিল ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এবং ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড তাঁরা জানিয়েছিলেন এই ওষুধগুলি ব্যবহার করলে রোগীর শরীরে উপকারের থেকে অপকার বেশি হয় তাছাড়া এগুলির পার্শ্বপ্রতিক্রিয়াও বেশি হয় 


কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কয়েকটি ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই বহুল প্রচলিত ওষুধগুলি সাধারণের শরীরে কোনও খারাপ প্রভাব ফেলে না বলে দাবি করেছিলেন তাঁরা সেই মামলার প্রেক্ষিতেই সাময়িক ভাবে স্যারিডন সহ নিষিদ্ধ আরও দু'‌টি ওষুধ বিক্রি করা যাবে বলে জানিয়েছে শীর্ষ আদালত

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.