Header Ads

শিক্ষকতার চাকরিতে একের পর এক তৃণমূল নেতাদের আত্মীয়!! তাঁরা কারা? #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমবঙ্গের ইতিহাসে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এত জটিলতা কখনো হয়নি। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লেগেই রয়েছে। এবার নতুন বিতর্ক তৈরি হল তৃণমূল নেতা নেত্রীদের ছেলেমেয়েদের চাকরি পাওয়া নিয়ে।

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি লিফলেট। যে লিফলেটে জলপাইগুড়ির বঞ্চিত চাকরিপ্রার্থীরা একে একে তৃণমূল নেতাদের নাম সহ তাঁদের পরিবারের কারা কারা চাকরি পেয়েছেন তাঁর লিস্ট তুলে দিয়েছেন। ঠিকানা বিহীন "বঞ্চিত চাকরিপ্রার্থীরা, জলপাইগুড়ি" শীর্ষক লিফলেটে দাবি করা হয়েছে ১২ জন তৃণমূল নেতার নাম যাঁদের পরিবারের লোকজন চাকরি পেয়েছেন! 
দেখুন সেই লিফলেট।
নজরবন্দির পক্ষ থেকে এই লিফলেটের বক্তব্য যাচাই করার জন্যে প্রশাসনের কাছে অনুরোধ করা হচ্ছে, পাশাপাশি যাঁদের নাম এখানে রয়েছে যদি সত্যিই তাঁরা চাকরি পান তাহলে সঠিক যোগ্যতাবলে চাকরি পেয়েছেন না কোন গোপন রহস্য রয়েছে তাও খতিয়ে দেখার জন্যে অনুরোধ করা হচ্ছে। সত্য সামনে আসুক। 

অন্যদিকে এই লিফলেট সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। তারাও চাইছেন সত্য সামনে আসুক। যাঁদের নাম এই লিস্টে রয়েছে তাঁরা যদি চাকরি পেয়ে থাকেন তা নিজের যোগ্যতায় পেয়েছেন না রাজনৈতিক প্রভাব খাটিয়ে??  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.