Header Ads

এবার ড্রাগ বিরোধী প্রচারের মুখ সঞ্জয়।


নজরবন্দি ব্যুরোঃ ড্রাগই ছিল তাঁর জীবনের অন্যতম অংশ এই স্বভাবই একটা সময় তাঁকে ঠেলে দেয় খারাপ জগতের দিকে চলতি বছর মুক্তি পায় সঞ্জয় দত্তের বায়োপিক 'সঞ্জু' সেখানে তাঁর জীবনের এই ওঠা-পড়ার গল্পই বলেছেন পরিচালক রাজকুমার হিরানী
দেখা গিয়েছে, সুস্থ স্বাভাবিক জীবন ছেড়ে নেশার জগতে ধীরে ধীরে বুঁদ হয়েছেন সঞ্জয় দত্ত তথা বলিউডের 'বাবা' ড্রাগের নেশা কাটাতে তাঁকে ভরতি করতে হয়েছে রিহ্যাবেও তবে এখন সেই নেশার পথ থেকে ফিরে এসেছেন তিনি স্ত্রী সন্তানদের নিয়ে শান্তিতে সংসার করছেন ফিরেছেন সিনেমার জগতেও এবার সেই সঞ্জয় দত্তকেই ড্রাগ বিরোধী প্রচারের মুখ বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল উত্তরাখণ্ড সরকার


শনিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করে উত্তরাখণ্ডের ত্রিবেন্দ্র সিং রাওয়াত সরকার। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত জীবনে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন সঞ্জয়। ফলে তিনি যতটা এই নেশার ক্ষতিকর দিকটা তুলে ধরতে পারবেন তা অন্য কেউ পারবে না। তাই, তাঁকে এই প্রচারের মুখ করলে নেশাগ্রস্থরা যতটা প্রভাবিত হবেন তা অন্য কেউ করতে পারবে না। জানা গিয়েছে, এই বিষয়ে বলিউড অভিনেতার সঙ্গে একপ্রস্ত কথাবার্তাও সেরে রেখেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী 

Loading...

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.