জিএসটি সংগ্রহ কমে গেল !
নজরবন্দি ব্যুরোঃ অগাস্ট মাসে জিএসটি সংগ্রহ কমে হলো ৯৩ হাজার ৯৬০ কোটি টাকা ,যেটি জুলাই তে ছিল ৯৬ হাজার ৪৮৩ কোটি টাকা ।
অর্থমন্ত্রকের বক্তব্য সম্প্রতি বেশ কয়েকটি পণ্যে করে হার কমিয়েছে জিএসটি পরিষদ । দাম বদলের জন্য কয়েকটি পণ্যের বিক্রি কয়েকদিন স্থগিত ছিল ।অর্থমন্ত্রকের মত সম্ভবত সেই সমস্ত কারণেই জিএসটি সংগ্রহ আগের মাসে কমেছে ।

No comments