Header Ads

আমডাঙা থানা ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে ব্যাপক ঝামেলা বাম নেতৃত্বের!

নজরবন্দি ব্যুরো: সোমবার আমডাঙা থানা ঘেরাও কর্মসূচি ঘিরে বাম নেতা ও কর্মীদের সঙ্গে ঝামেলায় জড়াল পুলিশ। আজ পাঁচ দফা দাবিতে আমডাঙা থানা ঘেরাও কর্মসূচি নেয় বাম নেতৃত্ব । আর তাই বাম সমর্থক ও নেতাদের আটকাতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।


আমডাঙা থানার একদিকে রয়েছে সন্তোষপুর, অন্যদিকে আওয়াল সিদ্ধি মোড়। দুইদিক থেকেই বাম নেতা ও কর্মীরা থানার দিকে এগোতে থাকলে পুলিশ তাদের আটকে দেয় বলে অভিযোগ। এর পর আওয়াল সিদ্ধি মোড়ের কাছে পুলিশের বাধায় আটকে পড়েন হাবড়ার প্রাক্তন সিপিআই(এম) বিধায়ক প্রণব ভট্টাচার্য ও বিধায়ক তন্ময় ভট্টাচার্য সহ একাধিক বাম নেতারা। এর পর পুলিশের সঙ্গে বাম নেতাদের বচসা শুরু হয়।


এবারের পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ২৮ অগাস্ট থেকে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙা। সিপি আই(এম) ও তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হয় তিনজনের। আহত হন প্রায় ২৮ জন। পুলিশ গ্রেপ্তার করে ২৪ জনকে। সিপি আই(এম) এর অভিযোগ রাজ্যের শাসক দলের নির্দেশে পুলিশ শুধু তাদের কর্মীদের গ্রেপ্তার করছে। এর প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের ডাকে আমডাঙা থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.