Header Ads

মহম্মদ সেলিমের নেতৃত্বে আমডাঙা অভিযান বামেদের।

নজরবন্দি ব্যুরোঃ আর কিছুক্ষনের মধ্যেই পাঁচদফা দাবিতে আমডাঙা থানা ঘেরাও কর্মসূচি পালন করবে উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্ট। বিকেল তিনটে থেকে আমডাঙা থানার সামনে বিক্ষোভ দেখাবেন বাম কর্মী ও সমর্থকরা, নেতৃত্বে থাকবেন মহম্মদ সেলিম। 
উল্লেখ্য, পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র বাম-তৃনমূলের মধ্যে তীব্র বোমাবাজি, গুলির লড়াই হয়। উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙা। মৃত্যু হয় তিনজনের, আহত হন প্রায় ৩০ জন। পাশাপাশি পুলিশকে এলাকায় ঢুকতে বাঁধা দেওয়ার জন্যে কেটে দেওয়া হয় রাস্তা। ২৮শে অগাস্ট সঙ্ঘর্ষের পরদিন IG (দক্ষিণবঙ্গ) নীরজ সিংয়ের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ও RAF আমডাঙার বহিসগাছি, মালতিপুর ও শ্রীকৃষ্ণপুর গ্রামে ঢোকে। গ্রেপ্তার হয় ২৪ জন, উদ্ধার হয় বিপুল পরিমান বোমা। 
সিপিআইএমের অভিযোগ তৃণমূলের নির্দেশে পুলিশ বেছে বেছে তাদের দলীয় কর্মীদের গ্রেপ্তার করছে। উল্লেখ্য উত্তর ২৪ পরগণার তৃণমূল নেতা তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যতিপ্রিয় মল্লিক পুলিশ দিয়ে সিপিআইএম কর্মীদের গ্রেফতারের হুমকি আগেই দিয়েছিলেন। নিজের কর্মীদের অকারন হয়রানির প্রতিবাদে আজ উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের তরফে বিকেল তিনটের সময় আমডাঙা থানা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.