রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগ, রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের জেল!!
নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রীয় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে দুই রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড সাজা শোনাল মায়ানমারের আদালত। উল্লেক্ষ্য, রোহিঙ্গাদের নিয়ে খবর করেছিলেন তাঁরা, সেই 'চরম অপরাধের' কারণে গত বছর ডিসেম্বরে সংবাদসংস্থা রয়টার্সের দুই সাংবাদিক ওয়া লোন এবং কোয়া সে লু'কে গ্রেফতার করেছিল মায়ানমার সরকার।গ্রেফতার হওয়ার পর থেকে রেঙ্গুনের ইনসেন জেলে ছিলেন তাঁরা।
আরও পড়ুনঃ শিক্ষিকার মৃত্যুর বিচার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আবার আন্দোলনে পার্শ্ব শিক্ষকরা।
গ্রেফতারির পরেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রয়টার্সের এডিটর-ইন-চিফ স্টিফেন অ্যাডলার বলেন, “যে ভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, তাতে আমরা ক্ষুব্ধ। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, দ্রুত এই সাংবাদিকদের মুক্তি দেওয়া হোক।”বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে মায়ানমার সরকার। কিন্তু কিছুতেই কর্নপাত করল না মায়ানমার সরকার, সোমবারের এই সাজা ঘোষণায় তা স্পষ্ট। সাংবাদিক ওয়া লোন জানিয়েছেন“আমার কোনো ভয় নেই। আমি অন্যায় কিছু করিনি। আমি ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাসী।”
আরও পড়ুনঃ শিক্ষিকার মৃত্যুর বিচার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আবার আন্দোলনে পার্শ্ব শিক্ষকরা।
গ্রেফতারির পরেই ঘটনার প্রতিবাদ জানিয়ে রয়টার্সের এডিটর-ইন-চিফ স্টিফেন অ্যাডলার বলেন, “যে ভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে, তাতে আমরা ক্ষুব্ধ। সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমরা আবেদন করছি, দ্রুত এই সাংবাদিকদের মুক্তি দেওয়া হোক।”বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়ে মায়ানমার সরকার। কিন্তু কিছুতেই কর্নপাত করল না মায়ানমার সরকার, সোমবারের এই সাজা ঘোষণায় তা স্পষ্ট। সাংবাদিক ওয়া লোন জানিয়েছেন“আমার কোনো ভয় নেই। আমি অন্যায় কিছু করিনি। আমি ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীনতায় বিশ্বাসী।”

No comments