শিক্ষিকার মৃত্যুর বিচার বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে আবার আন্দোলনে পার্শ্ব শিক্ষকরা।
নজরবন্দি ব্যুরো: আগামী ৪ঠা সেপ্টেম্বর ২০১৮ শিক্ষক দিবসের প্রাক্কালে সারা রাজ্য জুড়ে 'প্রতিবাদ ও দাবি দিবস' পালন করার ডাক দিলেন পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চ। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে ভগীরথ ঘোষ জানিয়েছেন। ওইদিন সমস্ত পার্শ্ব শিক্ষক-শিক্ষিকারা কালো ব্যাজ ও দাবি সম্বলিত ব্যাজ পড়ে দিনটিকে পালন করবেন।
ওই ঐক্য মঞ্চের দাবি গুলি নিম্ন রূপ।
১. আলিপুরদুয়ার জেলার শিক্ষিকা সমিতা লাকরার মৃত্যুর বিচার চাই।
২. ইনক্রিমেন্ট ফিরিয়ে দেওয়ার দাবিতে।
৬.সমকাজে সমবেতন সাপেক্ষে সমগ্র শিক্ষা অভিযানের ঘোষণার ভিত্তিতে পার্শ্বশিক্ষকদের প্রাথমিকে ২৫হাজার ও উচ্চ প্রাথমিকে ৩৩ হাজার টাকা বেতন চালু করতে হবে। ৭. CCL এর সুবিধা প্রদানের দাবি।
৩. রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকদের বর্ধিত বেতন চালুর দাবিতে।
৪. অনৈতিকভাবে বদলি চলবে না।
৫.পূর্ণ শিক্ষকের মর্যাদা ও সুযোগ সুবিধা প্রদানের দাবি।

No comments