তৃণমূল বিধায়ককে নতুন গাড়ি কিনতে টাকা দিলেন কে? প্রশ্ন স্থানীয়দের
নজরবন্দি ব্যুরো: নতুন গাড়িতে চড়ে ঘুরছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। কিন্তু কার টাকায় কিনেছেন এই নতুন গাড়ি। সূত্রের দাবি, সেই প্রশ্নের বিভিন্ন উত্তর দিচ্ছেন বিধায়ক। একবার বলছেন নিজেই কিনেছি। পরে বলছেন দল কিনে দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, সবাই টাকা দিয়ে সাহায্য করেছেন কিনতে। তবে পঞ্চায়েত কি করে নেতার গাড়ি কেনার টাকা দিতে পারে? তা নিয়ে উঠছে প্রশ্ন।আরও পড়ুনঃ আসন না জিতেও পঞ্চায়েত গঠনের পথে রাজ্যের শাসক দল!
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে সাদা স্করপিওতে চড়তেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হঠাৎই তাঁকে দেখা যায় মাহিন্দ্রার কালো গাড়িতে যাচ্ছেন তিনি। ফলে সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠতে থাকে। কত পড়ল গাড়িটা? কে টাকা দিলেন? কবে কিনলেন? ইত্যাদি...ইত্যাদি। তবে কার টাকায় এই গাড়ি কেনা হয়েছে, তা পরিষ্কার জানা যায়নি। শাসক দলের বিধায়ক একবার বলেন নিজেই কিনেছি। ঠিক পরেই বলছেন দল দিয়েছে, পঞ্চায়েত দিয়েছে, সবাই টাকা দিয়ে সাহায্য করেছে। নতুন গাড়ির দামও সঠিকভাবে জানাতে পারেননি শাসকদলের বিধায়ক। তিনি নাকি বলেছেন, গাড়ির দাম পড়েছে আট থেকে নয় লাখ টাকা।
তবে অসিত-বাবু জানিয়েছেন, দলের প্রচারের কাজে লাগবে এই গাড়ি। সামনে লোকসভা নির্বাচন। আর সেই কারণে এই গাড়িটি কেনা হয়েছে।

No comments