একদিনে রেকর্ড পতন টাকার দামে!
নজরবন্দি ব্যুরোঃ একদিনে রেকর্ড পতন টাকার দামে। সোমবার বাজার খোলার পরেই টাকার দাম ৮১ পয়সা পড়ে যায়। সেসময় টাকার মূল্য ছিল ডলার পিছু ৭২.৬৫ টাকা।
শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ডলার পিছু টাকার দাম ছিল ৭১.৮৪ টাকা। সেদিন অবশ্য টাকার দামে ৩৫ পয়সা বৃদ্ধি হয়েছিল। সংবাদ মাধ্যম সূত্রে খবর, চিনা দ্রব্যের ওপর আমেরিকার শুল্ক চাপানো খবরের জেরে টাকার দামে এই হ্রাস বলে জানা গিয়েছে।

No comments