তেলের দাম বাড়াতে খামতি নেই আজও! দামের সেঞ্চুরি থেকে কিছু দূরে পেট্রোল !
নজরবন্দি ব্যুরোঃ তেলের দাম
বাড়ছে প্রতিদিন। এদিকে দেশ উৎসব মরশুম শুরু হয়ে গেল গনেশ পুজ দিয়ে। নিত্য
প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী।
আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর সোমবার কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু যথাক্রমে ১৫ ও ৬ পয়সা করে। কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম হয়েছে লিটার পিছু যথাক্রমে ৮৩.৮১ এবং ৭৫.৬৩ টাকা। যদিও নির্দিষ্ট রাজ্যে কর ভিন্ন হওয়ায় শহর অনুযায়ী এই দাম বৃদ্ধিও ভিন্ন।
এদিন দিল্লিতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৮২.০৬ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৩.৭৮ টাকা। মুম্বইতে পেট্রোলের মূল্য লিটার পিছু ৮৯.৪৪ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৭৮.৩৩ টাকা।

No comments