Header Ads

নতুন অ্যাপ আনতে চলেছে গুগল। যা হোয়াটসঅ্যাপ নির্ভরতা কমাবে।


নজরবন্দি ব্যুরোঃ এবার হোয়াটসঅ্যাপ নির্ভরতা কমাতেই হাত মেলাল স্যামসাং ইলেকট্রনিক্স এবং গুগলদক্ষিণ কোরিয়ান সংস্থাটি জানাচ্ছে, গ্রাহকদের আরও উন্নত ম্যাসেজিং পরিষেবা দিতে স্যামসাং ইতিমধ্যেই গুগলের সঙ্গে কাজ শুরু করেছে।
যেখানে ইউজাররা অন্যান্য অ্যাপগুলির সাহায্য ছাড়াই গ্রুপ চ্যট, ভিডিও কল, বড় ধরণের ফাইল পাঠানোর কাজ করতে পারবেন। স্যামসাং জানাচ্ছে, বাজার চলতি মোবাইল ফোনগুলিতে আরসিএস (রিচ কমিউনিকেশন সার্ভিসেস) ফিচারটি নিয়ে আসার জন্য কাজ করবে সংস্থা।


যেটি Galaxy S8, S8 Plus সেটদুটির মধ্যে দিয়ে শুরু হচ্ছে। স্যামসাংয়ের এক আধিকাররিক জানান, 'ভবিষ্যতে স্যামসাং এবং গুগলের সম্পর্ক আরও মজবুত হবে। আমরা পদক্ষেপটির মাধ্যমে উন্নত ম্যাসেজিং পরিষেবা দিতে পারব ইউজারদের। যেখানে ব্যবহারকারীরা নিজের বন্ধু এবং পরিবারের সঙ্গে একটি মসৃণ কথপকথোনের সুযোগ পাবেন।'


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.