মালিয়ার প্রত্যর্পণে ভারতের জেলের ভিডিও দেখতে চাইল লন্ডনের আদালত।
নজরবন্দি
ব্যুরোঃ ঋণ খেলাপীতে অভিযুক্ত বিজয় মালিয়ার প্রত্যর্পণে ভারতের জেলের ভিডিও দেখতে চাইল লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত।
বিচারপতি এমা আরবাথনট বুধবার জানান, ইউরোপের মানবাধিকার কমিশনের নিয়ম অনুযায়ী আর্থার রোড জেলের ব্যারাক ১২-র স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, লিকার ব্যারন মালিয়াকে মুম্বইয়ের এই জেলের ব্যারাক ১২-এ রাখা হবে বলে আদালতে জানিয়েছে সিবিআইয়ের আইনজীবী।প্রত্যর্পণের বিষয়ে এর আগে আদালতে ভারতীয় জেলের ‘দুরাবস্থার’ কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিজয় মালিয়া।

No comments