এবার থেকে সেতু ভেঙে পড়লে দায় নিতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও।
নজরবন্দি
ব্যুরোঃ এবার থেকে সেতু ভেঙে পরলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও। এমনটাই জানালেন পূর্তসচিব অর্ণব রায়। মঙ্গলবার পূর্ত দফতরের একটি বৈঠকে একথা জানান তিনি। ইঞ্জিনিয়ারদের বক্তব্য, পূর্ত দফতরের আমলাদের গড়িমসিতেই দরপত্র চূড়ান্ত করতে সাত মাস কাটে।
মাঝেরহাট সেতুর অসুখ প্রায় দু'বছর আগে ধরা পড়লেও কেন সময়মতো তা সারানো হয়নি, এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। তার পরে পাঁচ মাস কেটে গেলেও বরাত দিয়ে উঠতে পারেনি অর্থ দফতর।
অন্য দিকে আমলারা বলছেন, পূর্ত দফতরের ম্যানুয়াল অনুযায়ী সেতু-রাস্তার হালহকিকতের দায়িত্ব সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের।
২০১৬ সালে খড়গপুর আইআইটি মাঝেরহাট সেতুর হাল দেখে বড় গাড়ি চলাচল বন্ধ করা এবং অন্য গাড়ির গতি নিয়ন্ত্রণ ও 'ডেড লোড' কমাতে বলেছিল। তা ইঞ্জিনিয়াররা কেন করেননি, সেই প্রশ্ন তুলেছেন সচিবরা।এই পরিস্থিতিতে গতকাল পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠকে বসে সেতু, সড়ক এবং অন্যান্য প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন পূর্তসচিব।
Loading...

No comments