হিন্দুত্বের তাস খেলল এবার কংগ্রেস!ক্ষমতায় এলে রাম-পথ তৈরির প্রতিশ্রুতি কং নেতার।
নজরবন্দি
ব্যুরোঃ মধ্যপ্রদেশে ভোট যত এগিয়ে আসছে। কংগ্রেসের নরম হিন্দুত্বের তত্ত্ব ততটাই বেগ পাচ্ছে। রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে গোশালা তৈরির প্রতিশ্রুতির পর রাম-পথ তৈরির প্রতিশ্রুতি দিল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতৃত্ব।
বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ক্ষমতায় এলে রাজ্যের সীমান্তে রাম-পথ তৈরি করা হবে। নর্মদা পরিক্রমা পথও তৈরি করা হবে। মঙ্গলবার দিগ্বিজয় সিং সাংবাদিক বৈঠকে বলেন, “বিজেপি প্রতিশ্রুতি দিয়েও আজও রাম-পথ তৈরি করেনি। আমরা ক্ষমতায় এলে রাজ্যের সীমান্তে রাম-পথ তৈরি হবে। নর্মদা পরিক্রমা পথও তৈরি হবে নর্মদার তীরে”।

No comments