Header Ads

১-৪ ব্যবধানে হারের পর কি বললেন বিরাট?


নজরবন্দি ব্যুরোঃ - ব্যবধানে হারের পরও একটুও দুঃখ নেই ভারত অধিনায়কের, ওভালে সিরিজের শেষ টেস্ট ১১৮ রানে হারের পর ক্যাপ্টেন কোহলি বলেন, '- স্কোরলাইন খারাপ নয় যোগ্য দল হিসেবেই ইংল্যান্ড জিতেছে তবে আমরা যে একেবারেই বাজে খেলেছি, এমনটা নয়
আমরা কেমন খেলেছি তা স্কোরবোর্ডই বলে দিচ্ছে দুই দলই সিরিজে কমপিটিটিভ ক্রিকেট খেলেছে' প্রসঙ্গত ৪৬৪ রানের টার্গেট তাড়া করে নেমে মাত্র রানেই উইকেট পড়ে যায় ভারতের কিন্তু ওভালে শেষদিনে রাহুল-পন্থের জোড়া সেঞ্চুরিতে একসময় ম্যাচ জেতারও একটা সম্ভাবনা তৈরি হয় যদিও শেষ পর্যন্ত সেই 'মিরাকল' ঘটেনি তবে এই দুই ব্যাটসম্যানের মরিয়া লড়াই এদিন মুগ্ধ করেছে ক্যাপ্টেন কোহলিকে

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.