অভিষেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি নন সল্লু ! কেন জানেন?
নজরবন্দি ব্যুরোঃ সলমনকে নাকি দেখা যাবে ‘ধুম ৪’-এর অন্যতম প্রধান চরিত্রে।যাঁর
বিপরীতে দেখা যাবে অভিষেক বচ্চনকে।সম্প্রতি বলিউড জুড়ে শুরু হয় এমনই গুঞ্জন।কিন্তু, শেষ
পর্যন্ত সলমন খান স্পষ্ট জানিয়ে দেন, ‘ধুম ৪’-এ থাকছেন না তিনি।
‘ধুম ৪’ থেকে সলমন খান কেন বেরিয়ে
যাচ্ছেন, তা নিয়েও বেশ জল্পনা শুরু হয়।
ঐশ্বর্য রাই বচ্চনের জন্যই নাকি অভিষেকের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে রাজি
হননি সলমন
খান। শোনা যায় এমন কথাও।কিন্তু, ‘ধুম ৪’থেকে বেরিয়ে যাওয়া নিয়ে এবার
নিজে মুখ খুললেন সলমন খান।

No comments